নারীরাও টপলেস হয়ে বালির্নের সুইমিং পুলে নামতে পারবেন

প্রথম আলো প্রকাশিত: ১১ মার্চ ২০২৩, ১৪:০৫








জার্মানিতে বার্লিনের গণসুইমিং পুলে পুরুষদের পাশাপাশি নারীরাও টপলেস হয়ে একসঙ্গে সাঁতার কাটতে বা গোসল করতে পারবেন। গত বৃহস্পতিবার বার্লিন শহরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ঘোষণা দিয়ে বলেছেন, শিগগির সবাই এ সুবিধা পাবেন।


সম্প্রতি উন্মুক্ত সুইমিং পুলে এক নারী টপলেস হয়ে সূর্যস্নান করার সময় তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ওই নারী সিনেটে ন্যায়পালের অফিসে অভিযোগ করেন। অভিযোগে তিনি দাবি করেন, পুরুষেরা পোশাক ছাড়া সাঁতার কাটতে পারলে নারীরা চাইলে টপলেস হয়ে কেন তা পারবেন না? সবার জন্য সমান সুযোগ থাকতে হবে। ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। গত ডিসেম্বরে আরও এক নারী একই অভিযোগ করেছিলেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরুষদের পাশাপাশি নারীরাও টপলেস হয়ে সুইমিং পুলে সাঁতার কাটতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন।








সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও