আর্থ্রাইটিস সারভাইক্যাল স্পন্ডালাইসিস সমস্যা নিয়ে ঘরে বসে থাকা ঠিক নয়
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ১১ মার্চ ২০২৩, ১০:২৬
আমাদের প্রত্যেকেরই মোটামুটি কমন একটি সমস্যা হলো ঘাড়ে ব্যথা। এটি যে কোনো বয়সী যে কারো হতে পারে। এই ঘাড়ব্যথা কারো অল্প সময়ের জন্য হয়। কারো আবার দীর্ঘ সময়ের জন্য থাকে। কেউ অল্প সময় বিশ্রাম নিলে ব্যথা কমে যায়। তবে কখনো কখনো ঘাড়ের ব্যথার জন্য মাথা চারদিকে নড়াচড়া করতে সমস্যা হয়।
তখনই এটি ঘাড়ে ব্যথা বলে চিহ্নিত করা হয়ে থাকে। মেডিক্যালের ভাষায় স্কালের নিচ থেকে মেরুদ-ের ওপরের সাতটি হাড়ের সমন্বয়ে গঠিত অংশকে বলা হয় সারভাইক্যাল রিজন। এ সারভাইকাল রিজনকে আবার (C1,C2,C3,C4,C5,C6,C7) দ্বারা চিহ্নিত করে থাকে। এর সঙ্গে কিছু লিগামেন্ট, মাসেল থাকে, যা ঘাড় ও মাথা সংযুক্ত করে। ঘাড়ের যে কোনো ইনজুরির কারণে অথবা মাংসপেশির অতিরিক্ত টানের কারণে কিংবা ঘাড়ের হাড়ের ক্ষয়জনিত কারণে ব্যথা বেশি অনুভূত হয়। ঘাড়ের ব্যথায় পুরুষের তুলনায় নারীরা বেশি আক্রান্ত হয়ে থাকে।