চা বাগানের বাংলো যেন ফুলের স্বর্গরাজ্য
ঋতুচক্রের পালাবদলে এখন চলছে বসন্তকাল। একটু উষ্ণতা আর মাতাল সমীরণে সজীব-সতেজ হয়ে উঠছে প্রকৃতি। হরেক রকম বাহারি ফুলে সেজেছে চা বাগানের বাংলোর আঙিনা। মৌলভীবাজারের চা বাগানের বাংলোগুলোয় এ দৃশ্য দেখা যায়। মনোহরি এসব ফুল প্রকৃতিতে যেন রূপের আগুন লাগিয়েছে।
চিরাচরিত নিয়মেই চা বাগানের বাংলোতে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের ফুলের বাগান। বাগানে থরে থরে ফুটে আছে গাঁদা, রক্তগাঁদা, ডালিয়া, গোলাপ, ভেটুনিয়া, চায়না গোলাপ, মোরগ ঝুঁটিসহ হরেক রকম দেশি-বিদেশি ৪৫ প্রজাতির ফুল। বিশেষ করে মৌলভীবাজারের লংলাভ্যালির চা বাগানগুলো ঘুরে দেখা যায়, রাজনগর, মাথিউড়া, ইটা, করিমপুর, উত্তর ভাগ, ইন্দানগর ও লুয়াইউনি বাংলোর আঙিনা ফুলে ফুলে ভরে উঠেছে। রাজনগর চা বাগানের বাংলোয় গেলে দেখা যায়, হরেক রকম জাতের ফুল সৌরভে মাতিয়ে রেখেছে।