দক্ষিণ এশিয়ায় এসে ‘বিরল’ হইচইয়ের মুখে সিআইএ প্রধান
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) বয়স ৭৬ বছর চলছে এখন। কিন্তু এ রকম ঘটনা এই প্রথম যে, সংস্থাটির প্রধান দক্ষিণ এশিয়ায় এসে হইচইয়ের মুখে পড়েছেন। উইলিয়াম বার্নসের বেলায় তা–ই হলো এবং হচ্ছে। ]
সম্প্রতি প্রথমে নেপালে আসতে তাঁর বিরুদ্ধে আপত্তি দেখা গেল; পরে শ্রীলঙ্কা সফর শেষে সে দেশে রাজনৈতিক শোরগোল ফেললেন তিনি। যুক্তরাষ্ট্র ও বার্নস উভয়ের জন্য এসব বিব্রতকর হয়েছে। সবাই ভাবছে এ রকম কেন হলো? এসবে মদদ কার? কারও আবার জানার কৌতূহল, এসবের মধ্যে দক্ষিণ এশিয়ায় আন্তর্জাতিক ঠান্ডা যুদ্ধের কোনো আলামত আছে কি না?
- ট্যাগ:
- মতামত
- সিআইএ
- সিআইএ প্রধান
- সিআইএ এজেন্ট