নিরাপত্তা তদারকির দায়িত্ব শুধু কাগজে, বাস্তবে নখদন্তহীন

সমকাল প্রকাশিত: ১১ মার্চ ২০২৩, ০৭:০১

দেশের সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা তদারক করার প্রধান দায়িত্ব কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই)। শ্রমিক-কর্মচারীদের আইনগত অধিকার, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার কথা এ সংস্থার। তবে দেশে ২৫ লাখের বেশি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকলেও প্রতিষ্ঠানটির পরিদর্শক রয়েছেন ৪০০-এরও কম। তা ছাড়া শ্রম মন্ত্রণালয়ের অধীন এ সংস্থাটি নখদন্তহীন। শ্রমিকদের নিরাপত্তায় ঝুঁকি দেখলেও কারখানা বন্ধ তো দূরের কথা, বড় ধরনের জরিমানা আদায়ের ক্ষমতাও নেই তাদের। বড়জোর একটি সতর্কতা নোটিশ দিতে পারে।


ডিআইএফইর নেই কারিগরি দক্ষতা। আছে আইনি দুর্বলতা। অন্যদিকে তাদের জবাবদিহিরও কোনো বালাই নেই। বিদ্যমান জনবল ঠিকমতো কাজ করছে কিনা, তা নিয়েও জনমনে সংশয় রয়েছে। এ কারণে সংশ্লিষ্টরা বলছেন, সংস্থাটি নিজেই এক ধরনের অসহায়ত্বের মধ্যে আছে। 


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও