রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয় নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড-এর ২০২৩-২৫ মেয়াদের নির্বাচন। চলে বিকেল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে দুই প্যানেল থেকে ৪০ জন নাট্য নির্মাতা প্রার্থী অংশ নিয়েছেন। নির্বাচিত হবেন ২০ জন। যেখানে ভোটার সংখ্যা ৪৮২ জন।
সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনার প্রস্তুতি।
ডিরেক্টর’স গিল্ডস এর এবারের নির্বাচনে একটি প্যানেল থেকে সভাপতি ও সেক্রেটারি পদে দাঁড়িয়েছেন অনন্ত হিরা এবং কামরুজ্জামান সাগর। আরেকটি পদে সভাপতি ও সেক্রেটারি পদে নির্বাচন করছেন এস এ হক অলিক ও ফরিদুল হাসান।