সারাক্ষণ ক্ষুধা পাওয়ার কারণ

দেশ রূপান্তর প্রকাশিত: ১০ মার্চ ২০২৩, ০৯:৫৬

কেউ বলেন চোখের খিদে, কেউ বলেন তারা নাকি খাদ্যরসিক। আসল কারণটা কিন্তু এসব কিছুই নয়। যাদের মুখ ২৪ ঘণ্টা চলছে, মনে তাদের বাসা বেঁধেছে অন্য অসুখ। আমরা যখনই কোনো ভালো খাবার খাই, আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে এক ধরনের ‘সুখী’ হরমোন ক্ষরিত হয়। শুধু খাওয়া নয়, যে কোনো কাজ যা মনকে তৃপ্তি দেয়, তা এই হরমোন ক্ষরণে সাহায্য করে। যখন কেউ পুষ্টির প্রয়োজন বা খিদে মেটানোর পরও খেয়ে যান, তখন বুঝতে হবে এর পেছনে অন্য কারণ আছে। কী কী কারণে এমনটা হয়?


প্রোটিনের ঘাটতি : খিদে নিয়ন্ত্রণ করার জন্য শরীরে পর্যাপ্ত মাত্রায় প্রোটিন থাকা জরুরি। প্রোটিনের খিদে কমানোর ক্ষমতা থাকে। ডায়েটে পর্যাপ্ত মাত্রায় প্রোটিন থাকলে আপনার মনে কম খাওয়ার ইচ্ছা তৈরি হয়। আপনার পেট ভরা থাকবে, তাই শরীরে কম ক্যালরি যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও