সবকিছু ভেঙে পড়ে। ডব্লিউ বি ইয়েটস তাঁর ‘সেকেন্ড কামিং’ কবিতায় লিখেছিলেন—
‘সবকিছু ভেঙে পড়ে, কেন্দ্র আর ধরে রাখতে পারছে না।
স্রেফ নৈরাজ্য ছেড়ে দেওয়া হয়েছে বিশ্বজুড়ে।
খুলে দেওয়া হয়েছে রক্তের জোয়ার।
সবখানে নিষ্পাপেরা ডুবে যাচ্ছে।
ভালোরা হতভম্ব, খারাপেরা আপ্রাণ সচেষ্ট।’
বাংলাদেশেও যেন এখন সবকিছু ভেঙে পড়ছে। কেন্দ্র আর কিছুই ধরে রাখতে পারছে না। আমাদের ঘরবাড়ি দালানগুলো একেকটা বারুদের ঘরে পরিণত হয়েছে। তারা একযোগে, একটার পর একটা বিস্ফোরিত হতে শুরু করেছে।