মূল্যস্ফীতির কশাঘাত আরও অনেক দিন বয়ে বেড়াতে হবে। শিগগিরই এ চাপ থেকে মুক্তির কোনো আশা নেই। নেই সহজে স্বস্তি পাওয়ারও কোনো উপায়; বরং মূল্যস্ফীতিকে মেনে নিয়ে এ ভেবে সান্ত্বনা পেতে হবে যে দুনিয়াজুড়েই কম-বেশি মানুষ এখন মূল্যস্ফীতির চাপে জর্জরিত।
প্রায় মাস দেড়েক আগে বাংলাদেশ ব্যাংক ২০২১-২২ অর্থবছরের যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে মূল্যস্ফীতির গতিপথ সম্পর্কে অনেকটা এ রকম পূর্বাভাস দেওয়া হয়েছে। মূল্যস্ফীতির অব্যাহত ঝুঁকি যে অদূর ভবিষ্যতে বহাল থাকবে, তা-ও স্পষ্ট করা হয়েছে।
বার্ষিক প্রতিবেদন প্রকাশ করার এক দিন আগেই বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে চলতি ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য ষাণ্মাসিক মুদ্রানীতি ঘোষণা করে। তাতে মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় ও ঋণপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে।