ক্যাফে কুইন ভবনের অনুমোদন ছিল ‘৫ তলার’, মেলেনি মূল নকশা
পুরান ঢাকার সিদ্দিক বাজারে বিস্ফোরণে বিধ্বস্ত ক্যাফে কুইন ভবনের চতুর্থ তলা থেকে ওই ভবনের একটি নকশার অনুলিপি পাওয়া গেলেও ভবনের মূল নকশাটি এখনও খুঁজে পায়নি রাজউক।
নকশার ওই অনুলিপির বরাত দিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তারা বলছেন, ১৯৮৩ সালের ওই নকশা অনুযায়ী ভবনটি পাঁচ তলা পর্যন্ত করার অনুমোদন ছিল।
রাজউক কর্মকর্তারা বৃহস্পতিবার পুলিশ সঙ্গে নিয়ে সাত তলা ওই ভবনের চতুর্থ তলায় ভবন মালিকের বাসায় যান। সেখান থেকে তারা ভবনটি ১০ তলা পর্যন্ত করার আরেকটি নকশা পান। তবে ওই নকশায় রাজউকের কোনো সিল বা স্বাক্ষর নেই। ফলে ১০ তলা পর্যন্ত করার জন্য ভবন মালিক আবেদন করেছিলেন কি না, তা নিশ্চিত হতে পারছেন না রাজউক কর্মকর্তারা।