কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চলতি মাসেই মেট্রোরেলের নতুন দুই স্টেশন চালুর ঘোষণা

ঢাকা পোষ্ট ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০৯ মার্চ ২০২৩, ১৮:৪২

মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আওতাধীন নতুন দুই স্টেশন মিরপুর ১১ ও কাজীপাড়া স্টেশন আগামী ১৫ মার্চ থেকে চালু করা হবে।


বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।


তিনি বলেন, উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায় স্টেশন দুইটি চলতি মাসের শেষের দিকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে এবং জুলাই মাসে সকাল থেকে রাত পর্যন্ত এই সেবা চালু করা হবে। এছাড়া মেট্রোরেল লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ শেষ পর্যায়ে রয়েছে। স্টেশনের কাজ প্রায় শেষ। বর্তমানে এক্সিট ও এন্ট্রির নির্মাণকাজ চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও