প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে ময়মনসিংহ শহরে সাজ সাজ রব উঠেছে। তিনি এখানে শতাধিক প্রকল্পের উদ্বোধন করবেন বলে স্থানীয় নেতারা জানিয়েছেন।
শনিবার বিকালে নগরীর সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দিবেন দলীয় সভাপতি।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড আর তোরণে ছেয়ে গেছে নগরীর প্রতিটি রাস্তা, সড়কদ্বীপসহ বিভিন্ন এলাকার অলিগলি। আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, এদিন তারা স্মরণকালের বৃহৎ জনসভার আয়োজন করবেন।