প্রথম দিনই টিসিবি পণ্যের জন্য লম্বা লাইন রাজশাহীতে
রাজশাহী: রমজানকে সামনে রেখে ফ্যামিলি কার্ডের মাধ্যমে রাজশাহীতে স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল থেকে মহানগরীর ২৪টি পয়েন্টে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়।
শুক্রবার থেকে রাজশাহীর নয় উপজেলায়ও টিসিবি পণ্য বিক্রি করা হবে। তবে প্রথম দিনই টিসিবি পণ্যের জন্য লম্বা লাইন লক্ষ্য করা গেছে। এবার জেলায় এক লাখ ৯৯ হাজার ১৪০টি পরিবারকে দেওয়া হয়েছে ফ্যামিলি কার্ড। এর মধ্যে সিটি করপোরেশনের ৫৫ হাজার কার্ডধারী রয়েছেন।