দেশি প্রতিষ্ঠান থেকে দ্বিগুণ দামে চিনি কিনছে সরকার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৩, ১৫:৫০
দুটি প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার টন চিনি কিনছে সরকার। এরমধ্যে একটি দেশীয় প্রতিষ্ঠান এবং অন্যটি সংযুক্ত আরব আমিরাতের। এজন্য মোট খরচ ধরা হয়েছে ২০১ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা। তবে দেশীয় প্রতিষ্ঠান থেকে যে দামে চিনি কেনা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান থেকে তার অর্ধেকের কম দামে চিনি কিনতে পারছে সরকার। দেশি প্রতিষ্ঠান হলো গ্লোবাল করপোরেশন।
আর সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান হলো গোল্ডেন উইন জেনারেল ট্রেডিং এফজেডই। এই দুই প্রতিষ্ঠান থেকে চিনি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।