এখন সময় বাংলাদেশের সক্ষমতা বিশ্ববাসীর কাছে তুলে ধরার: এফবিসিসিআই
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) মনে করছে- স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের অর্থনীতিতে অনেক অর্জন আছে। রপ্তানি এবং স্থানীয় ভোক্তা বাজারের পাশাপাশি বিনিয়োগ সক্ষমতা তৈরি হয়েছে।
এখন সময় বাংলাদেশের এসব অর্জন ও সক্ষমতা বিদেশিদের কাছে তুলে ধরার।বাংলাদেশ বিজনেস সামিট উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন এসব কথা বলেন। সামিটের প্রস্তুতি সম্পর্কে জানাতে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের নিজস্ব অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।জসিম উদ্দিন বলেন, 'দেশে বিনিয়োগ আনার সক্ষমতা ছিল না। এখন সেই সক্ষমতা তৈরি হয়েছে। ওয়ালমার্ট, জারা'র মত কোম্পানি কলকাতায়ও চলে এসেছে। এখন তাদের বাংলাদেশে আসার সময়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ৩ সপ্তাহ আগে
৮ মাস, ৩ সপ্তাহ আগে