![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-03%252F16a0aa85-5d62-406f-8ffe-9a6850afdf1b%252Fphone_reuters.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
অ্যান্ড্রয়েড ফোনে কথা বলে বার্তা লিখবেন যেভাবে
কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময়ই গুরুত্বপূর্ণ বার্তা বা ই-মেইলের উত্তর দেওয়া সম্ভব হয় না। ফলে অনেকেই বিব্রতকর সমস্যার মুখোমুখি হন। তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্পিচ টু টেক্সট সুবিধা কাজে লাগিয়ে চাইলেই মুখের কথাকে বার্তায় রূপান্তর করা সম্ভব। বাংলা, ইংরেজিসহ বিভিন্ন ভাষা সমর্থন করায় মেশিন লার্নিং প্রযুক্তির এ সুবিধা কাজে লাগিয়ে যেকোনো বার্তা সহজে লেখা সম্ভব। অ্যান্ড্রয়েড ফোনের জিবোর্ডসহ বেশ কিছু কি–বোর্ড অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে স্পিচ টু টেক্সট সুবিধা ব্যবহার করা যায়।
স্পিচ টু টেক্সট সুবিধা ব্যবহারের জন্য প্রথমে ফোনের সেটিংসে প্রবেশ করে জেনারেল ম্যানেজমেন্ট অপশন থেকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কি–বোর্ড নির্বাচন করতে হবে। এরপর জিমেইল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা যে অ্যাপে বার্তা লিখতে চান তা চালু করে কি–বোর্ডের ওপরের অংশে থাকা মাইক্রোফোন আইকনে ট্যাপ করতে হবে। এবার যা লিখতে চান তা স্পষ্টভাবে উচ্চারণ করলেই মুখের কথা লেখা আকারে টাইপ হয়ে যাবে।