নারী প্রতিনিধিত্ব: আরপিও সংশোধন হয়নি, দলগুলোরও ‘গা’ নেই
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৩, ২১:৪৬
রাজনৈতিক দলের সব স্তরের কমিটিতে ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের লক্ষ্যমাত্রা অর্জনের সময়সীমা দুই বছর ধরে পার হলেও আইন সংস্কারের কাজ শেষ করতে পারেনি নির্বাচন কমিশন।
২০২০ সালের মধ্যে ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্য ছিল গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও)। ২০০৮ সালে নিবন্ধন নেওয়ার সময় দলগুলো তা পূরণের প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা পূরণ করতে পারেনি নিবন্ধিত দলগুলো।
এখন ২০৩০ সালের মধ্যে সেই লক্ষ্য পূরণের জন্য আরপিও সংস্কারের প্রস্তাব পাঠিয়ে রেখেছে নির্বাচন কমিশন। বিগত কে এম নূরুল হুদা কমিশন এ বিষয়ে এক দফা প্রস্তাব পাঠিয়েছিল। কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন বর্তমান কমিশনও গতবছর অগাস্ট মাসে একগুচ্ছ প্রস্তাব পাঠায়। পরে নভেম্বরে সিইসির বিশেষ অনুরোধের পর আইন মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগী হয়।