কুয়াকাটাগামী বাস উল্টে শিশু নিহত, আহত ২০
ঢাকা থেকে কুয়াকাটাগামী একটি বাস পটুয়াখালী সেতুর উত্তর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে শিশুটির বাবা-মাসহ অন্তত ২০ জন।
বুধবার ভোর সোয়া ৪টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শিয়ালী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান।
নিহত রোজা বিনতে রিয়ামনি (৬) কুড়িগ্রাম জেলার মুক্তারাম উপজেলার রিয়াজুল ইসলামের মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে কুয়াকাটায় ঘুরতে যাচ্ছিল।