![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-03%252F1b2b1628-7160-4f79-9202-00c4b3478db9%252Feuro.avif%3Frect%3D0%252C0%252C860%252C452%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F18c58c05-9e66-46f3-8946-4437460f8f90%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
গোল্ডেন ভিসা–পাসপোর্ট বেচে ৯ বছরে ইউরোপের আয় ২১.৪ বিলিয়ন ইউরো
প্রথম আলো
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৩, ০৮:৩৫
বিশ্বায়িত পৃথিবীতে নাগরিকত্ব বা বসবাসের অনুমোদন বিক্রয় অনেক দেশের রাজস্ব আয়ের বড় উৎস হয়ে উঠেছে।
বিশেষ করে উন্নয়নশীল দেশের ধনী মানুষেরা নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে উন্নত দেশের নাগরিকত্ব বা বসবাসের অনুমোদন পাচ্ছেন, যা গোল্ডেন ভিসা হিসেবে বহুল পরিচিত।