‘পুরুষের সমান মজুরি চাইলে কাজ দেবে না’
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৩, ০৯:০০
নারী-পুরুষের সমঅধিকারের কথা থাকলেও মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন খুলনার নারী শ্রমিকরা। এর মধ্যে বেশি মজুরি বৈষম্যের শিকার দিনমজুর, ইটভাঙা ও নির্মাণ শ্রমিকরা। এসব নারীশ্রমিক পুরুষের সমান কাজ করেও কম মজুরি পান। কর্ম হারানোর ভয়ে অনেকে এ নিয়ে কথা বলেন না।
এভাবে বছরের পর বছর জেলার লক্ষাধিক শ্রমিক মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন অধিকারকর্মী ও সংশ্লিষ্টরা। পুরুষের সমান মজুরি চাইলে কর্ম হারানোর শঙ্কার কথা জানিয়েছেন কয়েকজন নারীশ্রমিক।নারী শ্রমিকরা বলছেন, পরিবারে সচ্ছলতা আনতে দিনভর হাড়ভাঙা পরিশ্রম করছেন। স্বাস্থ্যঝুঁকি আর লোকজনের নেতিবাচক কথা উপেক্ষা করে পুরুষশ্রমিকের সঙ্গে সমানতালে কাজ করে যাচ্ছেন।