![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/03/online/facebook-thumbnails/anika-bikroman1-samakal-6407147fd956d.jpg)
প্রেমিক মেরে এই হাল করেছে, অভিযোগ নায়িকার
সমকাল
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৩, ১৭:০২
প্রেমিকের বিরুদ্ধে শারীরিকভাবে নির্যাতন অভিযোগ আনলেন মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। ফেসবুকে নিজের শরীরে আঘাতের একাধিক ছবি পোস্ট করে প্রেমিক অনুপ পিল্লাই বিরুদ্ধে এই অভিযোগ আনেন তিনি।
নির্যাচতনের ঘটনার বর্ণনা দিয়ে আনিকা বলেন, ‘অনুপ পিল্লাই নামে এক ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক ছিল। গত কয়েক বছর সে আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছে। এমন মানুষ কখনো দেখিনি। এত কিছু করার পরও সে আমাকে হুমকি দিচ্ছে। সে আমার সঙ্গে যতটা খারাপ করেছে, এমনটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি।’