কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২৩ বছর ধরে টয়লেট পেপার খাচ্ছেন এই নারী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ মার্চ ২০২৩, ১৬:২২

ইট-বালু খেয়ে দীর্ঘদিন বেঁচে থাকার কথা শুনেছেন নিশ্চয়ই? ৩০ বছর ধরে ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা হানস রাজ এমনই অদ্ভুত কাজ করে আসছেন। আবার একেবারে পানি না খেয়েও দীর্ঘদিন পর্যন্ত সুস্থভাবে বেছে ছিলেন ভারতের গিরি বালা। তবে এবার জানা গেলো এক নারীর কথা, যিনি ২৩ বছর ধরে কাগজ, টয়লেট পেপার খেয়েই বেঁচে আছেন।


শিকাগো শহরের বাসিন্দা কেশা দীর্ঘ ২৩ বছর ধরে কাগজ খেয়ে চলেছেন। টয়লেট পেপারই বেশি পছন্দ তার। তবে অন্য কাগজেও আপত্তি নেই। হাতের কাছে কাগজ পেলেই মুখে পুরে দেন কেশা। তারপর আরাম করে চিবোতে থাকেন। কাগজ খাওয়ার মতো শান্তি নাকি আর নেই, এমনটাই মনে করেন কেশা। দিনে অন্তত ৭৫টি টয়লেট পেপার শেষ করেন যুবতী। অন্য খাবারে যে রুচি নেই তা নয়, পুষ্টিকর সবই খান। কেশা আর পাঁচজনের মতো সাধারণ জীবনই কাটান। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে