কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গিনেসের চোখে বিশ্বের সবচেয়ে অপরিণত যমজ তারা

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৭ মার্চ ২০২৩, ১৫:৪২

কানাডায় মাত্র ২২ সপ্তাহে জন্ম নেওয়া দুই ভাইবোনকে গিনেস বিশ্বের সবচেয়ে অপরিণত যমজের স্বীকৃতি দিয়েছে। খবর বিবিসি।


দুই ভাইবোনের নাম রাখা হয়েছে আদিয়াহ ও আদ্রিয়াল নাদারাজাহ। মাত্র ১২৬ দিনে তাদের জন্ম হয়।   গিনেস বলছে, শিশুরা ২২ সপ্তাহ পূরণের এক ঘণ্টা আগে জন্ম নিলেও হাসপাতাল জীবন রক্ষাকারী কোনো পদক্ষেপ নিত না।   গর্ভাবস্থার পূর্ণাঙ্গ সময় ৪০ সপ্তাহের। এই শিশুরা ১৮ সপ্তাহ আগেই অপরিণত অবস্থায় জন্ম নিয়েছে।   এই যমজের মা শাকিনা রাজেন্দ্রাম বলেন, ২১ সপ্তাহ পাঁচ দিনের মাথায় তার প্রসব বেদনা শুরু হয়। চিকিৎসকরা বলেন, তার দুই শিশুর অবস্থা ভালো নয়। তাদের বেঁচে থাকার সুযোগ একেবারে শূন্য।   এটি দ্বিতীয়বারের মতো এই নারীর গর্ভধারণ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে