আইস ফেসিয়াল কী?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ২০:৩৫

গরমের সময় বাইরে থেকে ফিরলে বেশ জ্বালাপোড়া করে ত্বক। এমন সময় বরফ হালকা করে ত্বকে বুলিয়ে নিলে আরাম মেলে। আবার চোখের আশেপাশের ফোলা ভাব কমাতেও আইস ফেসিয়াল কার্যকর। জেনে নিন আইস ফেসিয়াল কেন এবং কীভাবে করবেন।  


পদ্ধতি


কয়েক পদ্ধতিতে করতে পারেন আইস ফেসিয়াল। আইস ট্রেতে কেবল পানি জমিয়ে বরফ বানিয়ে ত্বকে ধীরে ধীরে ঘষুন। তবে সরাসরি বরফ লাগাবেন না ত্বকে। পাতলা সুতি কাপড়ে মুড়ে তারপর ত্বকে ঘষুন চক্রাকারে। আইস ট্রেতে পানি বদলে শসার রস ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে জমিয়ে নিন। একইভাবে ঘষুন ত্বকে। এভাবে লেবুর রস, কমলার রসও জমিয়ে নিতে পারেন বরফের ট্রেতে। তবে ত্বকে উপাদানটির কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কিনা সেদিকে লক্ষ রাখবেন। প্রতিদিন বাইরে থেকে ফেরার পর অথবা রাতে ঘুমানোর আগে আইস ফেসিয়াল করতে পারেন।


কেন করবেন আইস ফেসিয়াল?



  • গরমে সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া বা র‍্যাশের সমস্যা দেখা দেয়। ত্বকে আলতো করে ঘষে নিন বরফ। মিলবে আরাম।  

  • বরফের টুকরো গায়ে সামান্য মধু লাগিয়ে চোখের আশেপাশের ত্বকে ঘষুন। চোখের ফোলা ভাব এবং ডার্ক সার্কেলের সমস্যা কমে যাবে।

  • অনেক সময় ত্বকের রোমকূপগুলো বড় হয়ে যায়। এর মধ্যে ময়লা জমে ত্বক তেলতেলে হয়ে পড়ে। আইস ফেসিয়াল করলে রোমকূপ পরিষ্কার হওয়ার পাশাপাশি আয়তনেও সংকুচিত হয়ে যায়।

  • বরফের টুকরো আলতো হাতে ঘষে সারা মুখে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন ভালো হয়। এতে ত্বক সুস্থ ও সুন্দর থাকে।

  • টোনার হিসেবে চমৎকার কাজ করে বরফ। ত্বক পরিষ্কার করার পাশাপাশি ঔজ্জ্বল্যও ফিরিয়ে আনে এটি।

  • ব্রণের সমস্যা কমাতে পারে আইস ফেসিয়াল।

  • বরফ ঘষলে ত্বকের রুক্ষতা দূর হয় ও আর্দ্র থাকে ত্বক।

  • ত্বকের তেলেতেলে ভাব দূর হয়।

  • চোখের ক্লান্তি ও ফোলা ভাব কমাতে পারে বরফের টুকরো।    

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও