কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানের ঋণ হিসাব সমন্বয় করার নির্দেশ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ২০:৫৫

উদ্যোক্তাদের ‘নিয়ন্ত্রণ বহির্ভূত’ কারণে রুগ্ন হওয়া প্রতিষ্ঠান চিহ্নিত ও তালিকা করেছে শিল্প মন্ত্রণালয়। আর এই তালিকায় থাকা রুগ্ন নন-টেক্সটাইল খাতের শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ৫০ লাখ টাকার বেশি মূল ঋণ বিশিষ্ট ঋণ হিসাব সমন্বয় করার জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


সোমবার (৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।


সার্কুলারে বলা হয়েছে, রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলোর ঋণ পরিশোধ প্রক্রিয়া অধিকতর সহজ করতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে সুদ মওকুফ (যদি থাকে) পরবর্তী ঋণ স্থিতির ওপর ব্যাংক সর্বোচ্চ কস্ট অব ফান্ড হারে সুদারোপ করতে পারবে। তবে সুদারোপকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে জারি করা নির্দেশনা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।


আলোচ্য নীতিমালার আওতায় ডাউন পেমেন্ট বাবদ প্রয়োজনীয় অর্থ নগদে প্রদান করে গ্রাহক আগামী ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংক বরাবর আবেদন করতে হবে। নির্ধারিত সময় অতিক্রম করলে এই সংক্রান্ত আবেদন গ্রহযোগ্য হবে না।


১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। যা অবিলম্বে কার্যকর করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও