You have reached your daily news limit

Please log in to continue


ক্যামেরার সামনে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়েছিল তাঁকে

সেই এক ঘটনা প্যারিস হিলটনের জীবন পুরোপুরি বদলে দেয়। ২০০৩ সালে সাবেক প্রেমিক রিক সলোমনের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ক্লিপ অনলাইনে ফাঁস হয়। এর দিন কয়েক পরই মুক্তি পায় প্যারিসের সিরিজ ‘দ্য সিম্পল লাইফ’। রাতারাতি প্যারিস হিলটন হয়ে ওঠেন বহুল চর্চিত এক তারকার নাম। পরে বিভিন্ন সময়ে ব্যক্তিগত মুহূর্ত ফাঁস হওয়া নিয়ে কথা বলেছেন প্যারিস। তবে প্রকাশের অপেক্ষায় থাকা তাঁর আত্মজীবনী ‘ইন প্যারিস: দ্য মেমর’-এ বলেছেন আরও বিস্তারিত। বইটিতে এই তারকার অভিযোগ, তাঁকে ক্যামেরার সামনে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়েছিল। খবর ইনডিপেনডেন্ট অনলাইনের

আগে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে প্রেমিকের সঙ্গে একান্ত ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস হওয়া নিয়ে প্যারিস হিলটন বলেছিলেন, ওই ঘটনা তাঁকে বড় ধরনের ট্রমার মধ্যে ফেলে দিয়েছিল। প্রকাশের অপেক্ষায় থাকা আত্মজীবনীতে প্যারিসের দাবি, ক্যামেরার সামনে যৌন সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘এটা খুবই অদ্ভুত, আমার জন্য ভীষণ অস্বস্তিকর।’

১৯ বছর বয়সে ওই ঘটনার ঘটনার পর ভীষণ অপমানিত বোধ করেছিলেন বলেও জানান প্যারিস, ‘সে বলেছিল (রিক সলোমন), ভিডিও কেবল আমাদের জন্যই করা হয়েছিল। দুনিয়ার অন্য কেউ এটা দেখবে না।’

ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনা নিয়ে প্যারিস বইয়ে আরও লিখেছেন, ‘যখন ফোন পেলাম ক্লিপটি অনলাইনে ছড়িয়ে পড়ছে, শোনা যাচ্ছে বেশ কয়েকটি ছবিও প্রকাশ করা হবে, তখন সাবেক প্রেমিককে ফোন করি। তাঁর কাছে এক রকম দয়া ভিক্ষা করেই বলি, দয়া করে এটা কোরো না। সে তখন বলে, “শান্ত হও, অনেক দেরি হয়ে গেছে। ওটা এর মধ্যেই চলে এসেছে।” এটা (ভিডিও ক্লিপ) তাঁকে অর্থনৈতিকভাবে অনেক লাভবান করেছে। ফোনটি রাখার পর লজ্জা, ভয় মেশানো এক অনুভূতি হয়।’

প্যারিস আরও বলেন, ওই ঘটনার পর তাঁকে নিয়ে যেভাবে নানা খবর ছড়িয়েছে, মানুষ কথা বলেছে, তা দেখে তাঁর ও তাঁর পরিবারের হৃদয় ভেঙে গেছে।

প্যারিস হিলটনের অভিযোগ নিয়ে ইনডিপেনডেন্টের প্রতিনিধি সলোমনের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলেও মন্তব্য পাওয়া যায়নি। প্যারিস হিলটনের আত্মজীবনী ১৪ মার্চ প্রকাশিত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন