![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1200x630x1xxxxx1x843266%2Fuploads%2Fmedia%2F2021%2F11%2F26%2Fa2faa8744c7d30a0e0cfdf58d600ea7e-61a0bc76c1dff.jpg%3Fwatermark%3Dmedia%252F2023%252F02%252F28%252FGPI-8_1200X80-bd8cc502436f9e665a220933fb600bef.png)
শেষ টেস্টেও নেই কামিন্স, দায়িত্ব পালন করবেন স্মিথ
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ১৪:০৮
মায়ের অসুস্থতায় দেশে ফিরে যাওয়া প্যাট কামিন্স ভারতের বিপক্ষে শেষ টেস্টেও খেলতে পারছেন না। তিনি আর ভারত ফিরবেন না বলে আহমেদাবাদে চূড়ান্ত টেস্টটির অধিনায়কত্ব করবেন স্টিভেন স্মিথ।
এই টেস্টটি জিতলেই অস্ট্রেলিয়া বোর্ডার-গাভাস্কার সিরিজে সমতা ফেরাবে।কামিন্সের মায়ের অবস্থা ভালো নয়। গুরুতর হওয়াতে প্যালিয়াটিভ কেয়ারে রয়েছেন। মায়ের অসুস্থতায় দ্বিতীয় টেস্টের পর ভারত ছেড়ে যান অজিদের নিয়মিত অধিনায়ক।