![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1200x630x1xxxxx1x843266%2Fuploads%2Fmedia%2F2023%2F03%2F06%2F00-2-673184b4591a860a4d2a7ea75f758c8a.jpg%3Fwatermark%3Dmedia%252F2023%252F02%252F28%252FGPI-8_1200X80-bd8cc502436f9e665a220933fb600bef.png)
পবিত্র তেলে ব্রিটিশ রাজার অভিষেক
সোমবার (৬ মার্চ) রাজা তৃতীয় চার্লসের অভিষেকে ব্যবহার হবে বিশেষ প্রক্রিয়ায় তৈরি পবিত্র ক্রিসম তেল। মুসলমান ও খ্রিস্টানদের পবিত্র স্থান হিসেবে পরিচিত জেরুজালেমকে পবিত্র করা হয়েছে এই তেলে।
এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে বাকিংহাম প্যালেস। খ্রিস্টধর্মের তাৎপর্যপূর্ণ মাউন্ট অলিভস পর্বতের দুটি পৃথক বাগান থেকে জলপাই সংগ্রহ করা হয়। ওই বাগানের জলপাই থেকেই প্রস্তুত হয় ‘ক্রিসম তেল’। জেরুজালেম শহরের পূর্ব দিকে অবস্থিত ওই পর্বত।