‘আমরা এমন ইন্ডাস্ট্রি বানাতে পারিনি, যেখানে শিল্পীরা স্বাবলম্বী হবে’
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ১৩:২৩
দেশের সংগীত বাজার ক্রমশ নিচের দিকেই নামছে। দুঃখজনক হলেও এটা সত্যি। এমন অশনি সংকেতের মধ্যেও যখন একটি প্রতিষ্ঠান টানা চার দশক টিকে থাকে, তখন সেটা বড় বিষয় বটে। প্রতিষ্ঠানটির নাম জি সিরিজ। দেশের সংগীতাঙ্গনে এই প্রযোজনা ও পরিবেশনা লেভেলের ভূমিকা কতখানি, তা বাড়িয়ে বলা নিষ্প্রয়োজন।
রবিবার (৫ মার্চ) জি সিরিজের ৪০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে নানা আয়োজনে একটি সন্ধ্যা কাটিয়েছে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ও সংগীতাঙ্গনের মানুষেরা। সন্ধ্যা ৬টার দিকে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই জি সিরিজের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান অব্দি জার্নির টুকরো অংশ নিয়ে তৈরি করা একটি তথ্যচিত্র দেখানো হয়।