‘অদ্ভুতুড়ে ফল, অসাধারণ পারফরম্যান্স’
ইয়ুর্গেন ক্লপের মুখ থেকে যেন হাসি হারিয়ে গিয়েছিল। চোট-জর্জর দল মাঠে ধুঁকছিল বাজেভাবে। সেই ক্লপের মুখেই এখন হাসির ফোয়ারা, কণ্ঠেও বেশ জোর। ম্যানচেস্টার ইউনাইটেডকে রেকর্ড ব্যবধানে হারিয়ে দেওয়ার পর লিভাপুল কোচ বলছেন, নিজেদের অস্তিত্ব সবাইকে আবার জানিয়ে দেওয়ার তাগিদ অনুভব করছিলেন তারা।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবারের এই মহারণ শেষ পর্যন্ত রূপ নিয়েছে একতরফা লড়াইয়ে। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে কিছুটা ফেভারিট হিসেবে মাঠে নামা ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।
২০১৫ সালে ক্লপ লিভারপুলের দায়িত্বে আসার পর থেকে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, লিগ কাপ, সব প্রতিযোগিতায়ই ইউনাইটেডের বিপক্ষে তাদের জয় নিয়মিতই এসেছে। কিন্তু এই ম্যাচ শুধু ক্লপের জমানা নয়, ছাড়িয়ে গেছে ক্লাবের ইতিহাসের সবকিছুকে। দুই ক্লাবের লড়াইয়ের সুদীর্ঘ ইতিহাসে প্রথমবার ইউনাইডের জালে ৭ গোল দিতে পারল লিভারপুল।