![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/public/uploads/2023/03/06/social/1678085830.333516366_226106583196278_4.jpg)
চালু হলো ফায়ার সার্ভিসের পল্লবী স্টেশন
ঢাকা: রাজধানীর পল্লবীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার স্টেশনের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার (৬ মার্চ) সকাল ৯টায় রাজধানীর মিরপুর ডিওএইচএসের ভেতরে নির্মিত পল্লবী ফায়ার স্টেশনের উদ্বোধন করেন তিনি।
ফায়ার সার্ভিস জানায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পল্লবী ফায়ার স্টেশনটি ‘এ’ শ্রেণির। চারতলা ফাউন্ডেশনে নির্মিত তিনতলা বিশিষ্ট স্টেশন ভবন। ০.৪১৩ একর জমিতে ফায়ার স্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ৫৬ লাখ টাকা। ২০২১ সালের ২৬ জুনে এর নির্মাণকাজ শুরু হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ফায়ার সার্ভিস
- ফায়ার স্টেশন