![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/03/online/facebook-thumbnails/ind-samakal-64057108e052f.jpg)
রাশিয়ার তেল আমদানিতে ভারতের রেকর্ড, দৈনিক ১৬ লাখ ব্যারেল
সমকাল
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ১১:০১
ফেব্রুয়ারিতে এক দিনে রেকর্ড পরিমাণ ১৬ লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত। বর্তমানে যৌথভাবে ইরাক ও সৌদি আরব থেকে আমদানিকৃত তেলের চেয়েও বেশি রাশিয়া থেকে আমদানি করছে ভারত।
রাশিয়া টানা পাঁচ মাস ভারতের সর্বাধিক অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ হিসেবে রয়েছে। ভারতের গোটা আমদানির এক-তৃতীয়াংশের বেশি তেল আসছে রাশিয়া থেকে। আমদানির পর ভারতে এই অপরিশোধিত তেল ডিজেল ও পেট্রোলে রূপান্তর করা হয়।