You have reached your daily news limit

Please log in to continue


৫০০ হার্টজের গেমিং মনিটর আনল এলিয়েনওয়্যার

গেমারদের কাছে বেশি রিফ্রেশ রেটের গেমিং মনিটরের জনপ্রিয়তা বেড়েছে। এসব মনিটর ব্যবহারের মাধ্যমে কোনো বাধা ছাড়া সহজেই গেম খেলা যায়। মনিটরের রিফ্রেশ রেট হার্টজের মাধ্যমে পরিমাপ করা হয়। প্রতি সেকেন্ডে স্ক্রিন কয়বার রিফ্রেশ হবে সে বিষয়টি নির্ধারণ করে। এদিক থেকে এবার ৫০০ হার্টজের মনিটর নিয়ে এসেছে এলিয়েনওয়্যার। খবর গিজমোচায়না।

সাধারণ মনিটরে ৬০ হার্টজ রিফ্রেশ রেট। অন্যদিকে গেমিং মনিটরে ৩৬০ থেকে ৫০০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট থাকতে পারে। ৫০০ হার্টজকে বেশি মনে হলেও এ খাতে শীর্ষস্থান দখল করতেই নতুন মনিটর এনেছে এলিয়েনওয়্যার। এডব্লিউ২৫২৪এইচ ৫০০ হার্টজ আইপিএস প্যানেলের মনিটরটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন