কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বল্পোন্নত দেশগুলোয় এফডিআই প্রবাহ বৃদ্ধির আহ্বান আঙ্কটাডের

বণিক বার্তা প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ০৮:৩৩

বিশ্বের ৪৬টি স্বল্পোন্নত দেশে সহায়তার জন্য আরো বেশি বৈশ্বিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা (আঙ্কটাড)। এসব দেশ যেন নিজেদের অর্থনৈতিক উন্নয়নে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই আকর্ষণে সক্ষম হয় সেজন্য এ সহায়তার প্রত্যাশা করা হচ্ছে। কাতারের রাজধানী দোহায় চলমান পঞ্চম এলডিসি সম্মেলনে এ আহ্বান জানানো হয়। খবর দ্য ন্যাশনাল।


গত বছর বিভিন্ন ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে এসব দেশে এফডিআইয়ের প্রবাহ কমে যায়। চলতি বছরও প্রত্যাশিত বিনিয়োগ পাওয়া যাবে না বলেও আশঙ্কা করা হচ্ছে। ফলে স্বল্পোন্নত দেশ ও উন্নত দেশগুলোর মধ্যকার পার্থক্য আরো প্রকট হবে বলে মনে করছে আঙ্কটাড।


জাতিসংঘের জেনেভাভিত্তক সংস্থাটি বলছে, আগামী দশকে এলডিসিভুক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য জোরালো আহ্বান জানাবে আঙ্কটাড। কভিড-১৯ মহামারীর কারণে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এলডিসি দেশগুলো। এর পরপরই শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এর কারণে সৃষ্ট অর্থনৈতিক চ্যালেঞ্জ যেমন উচ্চ সুদের হার এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি স্বল্পোন্নত দেশগুলোকে একধরনের সংকটের মধ্যে ফেলে দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও