![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/new-frem28-20230306083034.jpg)
সুপারির খোলে নান্দনিক তৈজসপত্র
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ০৮:৩০
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সুপারি গাছের ঝরে যাওয়া পাতা-খোল দিয়ে গৃহস্থালির নান্দনিক তৈজসপত্র তৈরি হচ্ছে। এতে থালা, বাটি, নাস্তার ট্রে, ঘড়ি, ফটোফ্রেম, বিয়ের কার্ড, ওয়ালমেট ও জুতাসহ ১৪টি পণ্য তৈরি হচ্ছে। ব্রাদার্স ইকো ক্রাফট নামের একটি প্রতিষ্ঠানের তৈরিকৃত পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত এসব পণ্য যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। ইউটিউবে এসব পণ্য তৈরির ভিডিও দেখে আগ্রহী হয়ে উদ্যোক্তা মামুনুর রশিদ গড়ে তুলেছেন কারখানাটি।
এদিকে ২০১৯ সালের ৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় বহুমুখী পাট পণ্য মেলার স্টল পরিদর্শনকালে সুপারির খোলে তৈরি করা উদ্যোক্তা মামুনের নান্দনিক তৈজসপত্র হাতে নিয়ে দেখেন। একই বছরের আগস্টে নিউজিল্যান্ড থেকে জেরিক নামের এক বায়ার রায়পুর কারখানায় আসেন। এ সময় গ্রামীণ পরিবেশে উৎপাদিত এসব পণ্য দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।