‘মেয়েটার মধ্যে একটা কিছু আছে…ও অন্য রকম’

প্রথম আলো প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ০৭:০১








ছেলেবেলা থেকে স্বপ্ন ছিল বার্সার হয়ে খেলব। যখন সত্যিই এই ক্লাবে খেলা শুরু করলাম, মনে হলো আমি আমার পরিবার, ঘর, পূর্বপুরুষের প্রতিনিধিত্ব করছি।


৬ বছর বয়সে বিলিয়ার্ড বোর্ডের ওপর দাঁড়িয়ে এল ক্লাসিকো দেখার একটা স্মৃতি খুব মনে পড়ে। আমার পুরো পরিবারই ছিল বার্সেলোনার বড় ভক্ত। স্টেডিয়ামে যাওয়া হতো না। বার্সেলোনার মইয়েৎ দেল ভাইয়েসে আমাদের বাড়ির পাশে লা বোলেরা নামে একটা বার ছিল। বড় বড় খেলার সময় লোকের ভিড়ে সেখানে পা রাখা যেত না। বাবা তখন আমাকে বিলিয়ার্ড বোর্ডের ওপর দাঁড় করিয়ে দিতেন, যেন আমিও বড় পর্দায় খেলা দেখতে পারি। আমার কেমন ভয় ভয় করত। খেলাটেলা অত বুঝতাম না। কিন্তু বুঝতাম, বিরাট কোনো একটা ঘটনা ঘটছে।








সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও