বায়ার্নেই থাকছেন চুপো-মোতিন
আরটিভি
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৩, ২২:০১
২০২৪ সালের জুন পর্যন্ত বায়ার্ন মিউনিখেই থাকছেন এরিক মাক্সিম চুপো-মোতিন। জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে এক বছরের চুক্তি নবায়ন করেছেন এই ফরোয়ার্ড।
শুক্রবার (৩ মার্চ) এক বিবৃতিতে তার চুক্তি নবায়নের বিষয়টি জানিয়েছে ক্লাবটি।
চলতি মৌসুমে বেশ ছন্দে রয়েছেন চুপো-মোতিন। সব মিলিয়ে ২৪ ম্যাচে ১৫টি গোল করেছেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। এর আগে, ২০২০ সালে ফি এজেন্ট হিসেবে পিএসজি ছেড়ে বায়ার্নে পাড়ি জমান চুপো-মোতিন।
এদিকে শনিবার রাতে লিগ ম্যাচে স্টুটগার্টের বিপক্ষে খেলবে বায়ার্ন। সব কিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচেই মাঠে নামছেন চুপো-মোতিন।
২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে বুন্ডেসলিগায় টেবিলের দুইয়ে রয়েছে জার্মান ক্লাবটি। আর এক ম্যাচ বেশি খেলে টেবিলের শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড, তাদের পয়েন্ট ৪৬।
- ট্যাগ:
- খেলা
- চুক্তি নবায়ন
- ক্লাব ফুটবল