সৌদি আরবের দাম্মামে এসির কারখানায় আগুন

সমকাল সৌদি আরব প্রকাশিত: ০৪ মার্চ ২০২৩, ১৪:৩১

সৌদি আরবের পূর্ব প্রদেশের দাম্মাম শিল্পনগরীতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার বিকেল ৫টার দিকে লাগা আগুন মধ্যরাতে গিয়ে নিয়ন্ত্রণে এসেছে। রেড ক্রিসেন্টের তিনটি এবং সৌদি সরকারের সিভিল ডিফেন্সের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। খবর: আরব নিউজ’র।


তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি আল আখবারিয়া।


আগুনের পর কারখানাটির উপরে চারপাশে বিরাট ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে সিভিল ডিফেন্সকে খবর দেয়।


এসি তৈরির ১০ হাজার ঘনমিটারের কারখানাটিতে প্রচুর তার ও দাহ্য বস্তু ছিল। ফলে আগুন মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও