যুক্তরাজ্যে খাদ্যদরিদ্র শিশুর সংখ্যা এক বছরে দ্বিগুণ

প্রথম আলো প্রকাশিত: ০৪ মার্চ ২০২৩, ১১:৩১

যুক্তরাজ্যের খাদ্যদরিদ্র শিশুর সংখ্যা গত এক বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। গবেষণার প্রতিষ্ঠানসহ ফুড ফাউন্ডেশনের তথ্যানুসারে, সে দেশে এখন খাদ্যদারিদ্র্যকবলিত শিশুর সংখ্যা প্রায় ৪০ লাখ। এ বাস্তবতায় স্কুলের খাদ্য কর্মসূচিতে আরও বেশিসংখ্যক শিশু অন্তর্ভুক্ত করতে সরকারের ওপর চাপ বাড়ছে। খবর দ্য গার্ডিয়ান–এর।


ফুড ফাউন্ডেশনের জরিপে অংশ নেওয়া ২২ শতাংশ পরিবার বলেছে, গত জানুয়ারি মাসে তারা হয় এক বেলা খাবার কম খেয়েছে, অথবা ক্ষুধা পেটে ঘুমাতে গেছে। ২০২২ সালের জানুয়ারি মাসের তুলনায় যা ১২ শতাংশ বেশি। এটা হওয়াই স্বাভাবিক, কারণ যুক্তরাজ্যের খাদ্যমূল্যস্ফীতি এখন সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে—১৭ দশমিক ১ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও