সাংবাদিকদের জায়গা দখল করছে কৃত্রিম বুদ্ধিমত্তা
বণিক বার্তা
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৩, ০৯:৫৯
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশ্ন এলেই মানুষ বনাম প্রযুক্তির তুলনা সামনে আসে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন খাতে বিপুলসংখ্যক পেশাজীবী মানুষকে হুমকিতে ফেলবে কিনা সে বিষয়েও আলোচনা শুরু হয়। তবে চ্যাটজিপিটির মতো এআই টুলের উদ্ভবে ধাক্কাটা সাংবাদিকতার ওপর।
সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’ ও ‘দিয়ে ওয়েল্ট’ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সুযোগ নিতে চায় তারা। সাংবাদিকদের সরিয়ে তার স্থানে ব্যবহার করা হবে এআই টুল। খবর দ্য টেক টাইমস।