পুরোনো ট্রান্সফরমার নতুন মোড়কে
বিদ্যুতের ট্রান্সফরমার নিয়ে চলছে ভয়ংকর কারসাজি। দেশের বিভিন্ন স্থান থেকে ট্রান্সফরমার চুরি করছে একটি শক্তিশালী চক্র। সেগুলো রিসাইক্লিং করে নতুন মোড়কে ফের বাজারে বিক্রি করা হচ্ছে-এমন অভিযোগ সংশ্লিষ্টদের।
তাদের মতে, চুরি করা ট্রান্সফরমার ক্রয় করছে কতিপয় উৎপাদনকারী কোম্পানি ও রিপেয়ারিং ব্যবসার একটি সিন্ডিকেট। সঙ্গে আছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডসহ (আরইবি) কয়েকটি বিদ্যুৎ বিতরণ কোম্পানির কতিপয় অসাধু কর্মকর্তা।
এছাড়া এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছে একটি বিদেশি চক্রও। দেশি-বিদেশি এসব সংঘবদ্ধ সিন্ডিকেটই মূলত ট্রান্সফরমার কারসাজির নেপথ্যে রয়েছে। যুগান্তরের নিজস্ব অনুসন্ধানে উঠে এসেছে এমন চঞ্চল্যকর তথ্য।