![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-03%252Ff188deba-f746-4f20-97be-b89d250a6a6e%252FRouter_1.png%3Frect%3D0%252C18%252C915%252C480%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
জানেন কি ওয়াই-ফাই রাউটারে কত টাকার বিদ্যুৎ খরচ হয়
প্রথম আলো
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৩, ০৭:০২
বাসায় উচ্চ গতির ইন্টারনেট সংযোগের ব্যবহার এখন নাগরিক জীবনযাপনের একটি অনুষঙ্গ। এ জন্য ব্রডব্যান্ড সংযোগ অনেকের বাসাবাড়িতেই দেখা যায়।
এই সংযোগ বাড়িতে থাকা মানে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভিতে ব্যবহারের জন্য তারহীন ওয়াই-ফাই রাউটার অপরিহার্য। একটা রাউটার থেকেই বেশ কিছু যন্ত্রে ইন্টারনেট সংযোগ পাওয়া যায় তার ছাড়া। এই রাউটারগুলো বিদ্যুৎ-সংযোগে চলে। জানেন কি, রাউটার চালাতে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?
- ট্যাগ:
- প্রযুক্তি
- রাউটার
- বিদ্যুৎ খরচ