সেডান নাকি হ্যাচব্যাক, চিনবেন কীভাবে
মানবসভ্যতার সাম্প্রতিক জীবনধারায় অতিপ্রয়োজনীয় বাহন হিসেবে গাড়ির রয়েছে নানামুখী ধরন। যেগুলোর সঠিক নাম কিংবা নির্দিষ্ট করে চিহ্নিত করা অনেকের জন্যই কঠিন। ব্যবহারের ওপর ভিত্তি করে একে মালবাহী, যাত্রীবাহী, কিংবা ব্যক্তিগত গাড়িসহ বেশকিছু নামে চিহ্নিত করা হয়। সেডান এবং হ্যাচব্যাক এগুলোর মধ্যে অন্যতম দুটো যাত্রীবাহী গাড়ি।
বাস, মিনিবাস, মাইক্রো-বাস, ট্রাক, মিনি-ভ্যান, অফরোডার, কনভার্টেবল, কিংবা এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল) অনেকের কাছে পরিচিত হলেও যখন বলা হয় হ্যাচব্যাক থেকে সেডানকে আলাদা করে চিহ্নিত করতে, তখন বিষয়টা আর সহজ থাকে না। দেখতে প্রায় একই রকম হওয়াতে এদের নির্দিষ্ট নাম, সুবিধা-অসুবিধা, কিংবা ব্যবহার নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। আজকের আলোচনাতে এই বিভ্রান্তি দূর করার পাশাপাশি হ্যাচব্যাক ও সেডানের মূল বৈশিষ্ট্য এবং তাদের সুবিধা-অসুবিধাগুলো নিয়ে আলোচনা করা হবে।