কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রমজানে নিত্যপণ্যের বৈদ্যুতিক খবর

দৈনিক আমাদের সময় মোস্তফা কামাল প্রকাশিত: ০৩ মার্চ ২০২৩, ০৯:৫৫

বরাবরের মতো এ বছরের রমজানেও নিত্যপণ্যের দাম সহনীয় রাখার অঙ্গীকার রয়েছে সরকারের। এ অঙ্গীকার বাস্তবায়নের চেষ্টাও দৃশ্যত আছে। সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সঙ্গে দেনদরবারের খবর প্রতিদিনই রয়েছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই থেকে বিক্রেতা, পাইকার, উৎপাদক, আড়তদারসহ সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে অন্তত এবার যেন রমজানে নিত্যপণ্যের দাম না বৃদ্ধি করার দৃষ্টান্ত তৈরি করা হয়। কিন্তু রমজানে নিত্যপণ্যের দাম অন্য বছরের চেয়ে এবার আরও বাড়বে, তা জানিয়ে দিয়েছে বিদ্যুৎ।


বিদ্যুতের এই মূল্যবৃদ্ধির যৌক্তিকতা নিয়ে কথা বলা যায়। কিন্তু আইনত প্রশ্ন তোলার সুযোগ নেই। আইনি সেই ক্ষমতাধারী। আবার এটিকে মূল্যবৃদ্ধি না বলে সরকার বলতে চায় সমন্বয়। সরকারের নির্বাহী আদেশে এক মাসের ব্যবধানে ফের বৃদ্ধি করা হলো বিদ্যুতের দাম। ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম আরও ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। মার্চ মাসের বিদ্যুতের বিলেই নতুন এ দাম কার্যকর হবে। গত মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হতেও সময় লাগেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও