ভারতে শিগগিরই উৎপাদনে ফিরবে ফক্সলিংক
বণিক বার্তা
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৩, ০৯:৪৯
অগ্নিকাণ্ডের জেরে ভারতের অন্ধ্রপ্রদেশে উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে অ্যাপলের তাইওয়ানি সংস্থা ফক্সলিংকের। ফক্সলিংক জানায়, পুনরায় উৎপাদন শুরুর জন্য কাজ করা হচ্ছে। খবর রয়টার্স।
অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় অবস্থিত ফক্সলিংকের এ কারখানায় সাধারণত আইফোনের চার্জার তৈরি করা হয়। গত সোমবার কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এর উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের সাপ্লাই চেইন ব্যাহত হয়েছে। আগামী দুই মাস কারখানাটিতে পুরোদমে উৎপাদন শুরুর সম্ভাবনা নেই।
- ট্যাগ:
- প্রযুক্তি
- উৎপাদন খরচ
- উৎপাদন
- উৎপাদন শুরু