মুক্তিযুদ্ধের দুই সিনেমা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৩, ০৯:৪৬
স্বাধীনতার মাসের প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। ফাখরুল আরেফীন খানের ‘জেকে ১৯৭১’ ও খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’। দুটি সিনেমাই নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে।
জেকে ১৯৭১
যুদ্ধ চলাকালীন শরণার্থী শিবিরে থাকা শিশুদের জন্য নিজের জীবন বাজি রাখা এক ফরাসি যুবকের গল্প। নাম তাঁর জ্যঁ ক্যুয়ের। শরণার্থীদের জন্য চিকিৎসাসামগ্রীর জোগান দিতে আস্ত এক বিমান ছিনতাই করেন তিনি। সেই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে জেকে ১৯৭১। পরিচালনায় ফাখরুল আরেফীন খান। নামভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের শুভ্র সৌরভ দাশ। পাইলটের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী। ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিশেষ অডিয়েন্স পুরস্কার জিতেছে জেকে ১৯৭১। আন্তর্জাতিক মহলেও প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। মুক্তি পাচ্ছে ৭ প্রেক্ষাগৃহে।