টপ অর্ডার গড়লে ভাঙে মিডল অর্ডার
এ কূল ভাঙে ও কূল গড়ে, এই তো নদীর খেলা– বাংলাদেশ দলের ব্যাটিং দেখে নজরুলের কবিতার চরণটি মনে পড়ে যায়। বছরখানেক আগেও যে টপঅর্ডার নিয়ে দুশ্চিন্তা ছিল, সেখানে এখন নিয়মিত রান আসছে। কিন্তু হয়েছে তার উল্টোটা। এখন দুশ্চিন্তার নাম মিডলঅর্ডার!এক দিনের ক্রিকেটে গত বছরও এমনটা লক্ষ্য করা যায়।
২০২২ সালে বাংলাদেশ মোট পাঁচটি ওয়ানডে সিরিজ খেলেছে। যেখানে টপঅর্ডার থেকে এসেছে ১ হাজার ৫০০-এর বেশি রান। কিন্তু মিডলঅর্ডার টেনেটুনে ৯০০ পার করতে পেরেছে।২০২৩ সালের প্রথম দ্বিপক্ষীয় সিরিজের যাত্রাতেও সেই গলদ। মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সেভাবে নৈপুণ্য দেখাতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। বিশ্বচ্যাম্পিয়নদের সামনে মাত্র ২০৯ রান জমা করে। যেখানে বড় ব্যর্থতার পরিচয় দেয় মিডলঅর্ডার। মুশফিক, সাকিব ও মাহমুদউল্লাহ– এই তিনজনের কাঁধে ছিল মিডলঅর্ডারের দায়িত্ব। কিন্তু তিনজন মিলে করেন মোটে ৫৫ রান।