বিদ্যুৎ উৎপাদনে ব্যাংক ঋণের সর্বোচ্চ সীমা প্রত্যাহার
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো ব্যাংক তার মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ কোনো প্রতিষ্ঠানকে দিতে পারবে না।
তবে, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য এ সীমা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
দেশের বিদ্যুৎ উৎপাদন নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এতে বলা হয়, বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখতে এ খাতে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানির জন্য বিদ্যুৎ উৎপাদনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে কোনো ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের ২৫ শতাংশের সর্বোচ্চ সীমা কার্যকর হবে না।
এ সুযোগ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে এবং ঋণের সর্বোচ্চ সীমা কত হবে তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস আগে