You have reached your daily news limit

Please log in to continue


চোখের লেন্স থেকে সংক্রমণ! থাকুন সতর্ক

বর্তমান সময়ে চোখের লেন্স শুধু ফ্যাশনের জন্য ব্যবহার হয় না। চশমার বদলেও লেন্সের ব্যবহার দিন দিন বাড়ছে। চোখ শরীরের অনেক সেনসিটিভ একটা অংশ। তাই লেন্স ব্যবহারের সামান্য ভুল অনেক বড় ক্ষতি করতে পারে চোখের।

দীর্ঘসময় লেন্স পরে থাকলে বা লেন্স পরে ঘুমোলে চোখে সংক্রমণ হওয়ার প্রবণতা ১০ গুণ বেড়ে যায়। চোখ লাল হওয়া, চোখে তীব্র যন্ত্রণা, অস্বস্তি, অনবরত চোখ থেকে পানি পরা— এই সব উপসর্গই চোখে সংক্রমণ হওয়ার লক্ষণ।

তাই চোখের সংক্রমণ এড়াতে কীভাবে লেন্স পড়বেন তা জেনে নেয়া যাক

১) এক টানা কতক্ষণ লেন্স পরা যাবে সেই বিষয় চিকিৎসকের পরামর্শ নিন এবং ভালো মানের লেন্স ব্যবহার করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন