You have reached your daily news limit

Please log in to continue


আইএমএফের আরও একটি শর্তে পাকিস্তানের ‘আত্মসমর্পণ’

পতনের মুখে থাকা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আরও একটি শর্তের সামনে ‘আত্মসমর্পণ’ করলো পাকিস্তান। আইএমএফের ঋণ পাওয়ার জন্য এবার বিদ্যুতের গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত সারচার্জ আদায়ের অনুমোদন দিয়েছে দক্ষিণ এশীয় দেশটি।

এটিকেই ‘আইএমএফের শর্তে পাকিস্তানের আত্মসমর্পণ’ উল্লেখ করে প্রতিবেদন করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। চরম অর্থসংকটে ভুগতে থাকা পাকিস্তান বহুদিন ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়ার চেষ্টা করছে। ২০১৯ সালে আন্তর্জাতিক দাতা সংস্থাটির সঙ্গে ৬০০ কোটি ডলারের একটি কর্মসূচিতে অংশ নেয় দেশটি। গত বছর এর আকার বাড়িয়ে ৬৫০ কোটি ডলার করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে গত আগস্টে ১১৭ কোটি ডলার ঋণ পায় পাকিস্তান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন